প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২১, ৯:৪২ অপরাহ্ণ
কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মটর সাইকেল ভাংচুর, হামলায় নারীসহ আহত ৩
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মটর সাইকেল ভাংচুর, হামলা মারপিটের ঘটনায় এক নারীসহ তিন জন গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার তালপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন খান বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সরজমিনে জানা যায়, এলাকার সোহরাব খানের ছেলে বাদল খান (৫৫) ও মাহাবুব খান (৪০) দুই সহদ্বরের মধ্যে ছাগল পোষাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে মাহবুব খান লোকজন নিয়ে বাদল খানের পরিবারের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে বাদল খান, তার স্ত্রী কোহিনুর বেগম (৫০) এবং ছেলে আউয়াল খান (২৫) গুরুতর আহত হয়।স্বজনেরা আহতদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে প্রেরণ করেন। বাদল খান সাংবাদিকদের বলেন - আমি দোকানে ছিলাম, মাহবুব - মনির, আহাদ,রাজু,জামাল,মামুন,সজীব সহ লোকজন নিয়ে আমাকে মারপিট ও দোকান লুটপাট করে। আমি এ ঘটনার তদন্ত পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
আউয়াল খান জানান - বাবাকে মারপিটের খবর পেয়ে আমি দোকানে যাই, তখন চাচা মাহবুব সঙ্গীয় লোকজনসহ আমাকে মারপিট ও মটর সাইকেল ভাংচুর করে।
শামীম খান জানান - আমরা বাড়ি ছেড়ে পালিয়ে ছিলাম, মাহবুব চাচা ২০/২৫ জন লোক নিয়ে বাড়িতে ঢুকে ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
মাহবুব খান বলেন - বড় ভাই বাদল খান প্রথমে আমাকে মারপিট করেছে, পরে আমি ও আমার ছেলে সজীব খান তাদের মারপিট করি এবং লুটপাট, মটর সাইকেল ঘর বাড়ি ভাংচুরের ঘটনা ঘটিয়েছি।
এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই আঃ করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন - অভিযোগ দায়ের হয়েছে এবং মিমাংসার কথা চলছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত