কোটালীপাড়ায় তওবা করে ক্ষমা চেয়েছেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মানিক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোরকা হিজাব নিষিদ্ধ করায় নিজ কৃতকমের্র জন্য তওবা করে ক্ষমা চেয়েছেন বান্ধাবাড়ী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মানিক হাওলাদার। গতকাল ২ মার্চ বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,গোপালপুর ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কবিরুল ইসলাম, হিরণ ইসলামিয়া মাদরাসার মুহতামিম সাফায়াত হোসেন, কাজুলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম ,মুফতি মাসউদুর রহমান,মাওলানা মোজাফ্ফার হোসেন, মাওলানা আনসার উদ্দিন,বান্ধাবাড়ী লোহারভিটা মাদরাসার মুহতামিম মাওলানা আঃ জলিল, মাওলানা মেদেী হাসান,মাওলানা মানজুরুল হক, মাওলানা ইয়াহিয়া মাহমুদ , ক্বারী বশির অহম্মেদ, উপজেলা মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। উল্লেখ গত ২৭ ফেব্রুয়ারী উপজেলার বান্ধাবাড়ী জগৎবন্ধু পাবলিক উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণী কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বোরকা ও হিজাব পড়ে স্কুলে আসা যাবে না এবং ছাত্রীদের মাথা থেকে ব্যান্ড ,ক্লিপ খুলে নেয় চেয়ারম্যানের নিজ হাতে। এ ব্যাপারটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে ক্ষোভের সৃষ্টি হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *