প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২১, ৬:৩৫ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ট্রাস্ট ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড এর ইনচার্জকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা শাখার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ইনচার্জ নাজমিন খানমকে পরিকল্পিত ভাবে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার লোহারংক গ্রামে।
জানা যায় - নাজমিন খানম উপজেলার লোহারংক গ্রামের বীর মুক্তিযােদ্ধা ফজলুল হক শেখের ছোট মেয়ে। তিনি দীর্ঘদিন যাবত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এ কর্মরত আছে। অভিযোগ ও সরজমিন সূত্রে জানা যায় - গত ২১ শে নভেম্বর জায়গা জমি ও পূর্ব শত্রুতার জের ধরিয়া উপজেলার বংকুরা গ্রামের মৃত্যু কাবুল শেখের ছেলে বাবুল শেখ(৪৮), বাবুল শেখের স্ত্রী আসমা বেগম (৪২), দুই ছেলে ফয়সাল শেখ( ২২) হৃদয় শেখ (১৯) সহ আরো অজ্ঞাত ২/৩ জনে দেশীয় অস্ত্র - সস্ত্র নিয়ে ইনচার্জ নাজমিন খানম(২৫), হাজেরা খানম(৮), পিতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ (৭০) ও মাতা কোহিনূর বেগম সহ তাদের উপর অতর্কিত হামলা চালায়।
এসময় ইনচার্জ নাজমিন খানমের কাছে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা ও গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এতে নাজমিন খানম গুরুত্ব আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন - বাবুল শেখ তার লোকজন নিয়ে আমাকে আটকে রেখে আমার পরিবারের উপর হামলা ও মারপিট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।
এতে আমার ছোট মেয়ে নাজমিন গুরুত্ব আহত হয়। বিবাদী বাবুল শেখের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন - আমি ঘটনা স্থলে ছিলাম না, আমি শুনেছি আমার স্ত্রী, ও দুই ছেলের সাথে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আহত নাজমিন খানম বাদী হয়ে কোটালীপাড়া থানায় ৪ জন সহ অজ্ঞাত ২/৩ জনকে উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে কোটালীপাড়া থানার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন - অভিযোগ পেয়েছি, শুনেছি ইন্সুইরেন্স কোম্পানীর টাকা নিয়ে লেনদেন রয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত