প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২০, ৮:৪৯ অপরাহ্ণ
কোটালীপাড়ায় জেল হত্যা দিবস পালিত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনি, রুহুল আমিন খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত