প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২১, ১:৩১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাছবাড়ি- মান্দ্রা সাহেব বাড়ির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে উপজেলার গাছবাড়ি- মান্দ্রা গ্রামের নৌকাবিলাস নামক ঘাটলা চত্ত্বরে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতার জন্মশতবার্ষিকীর কেক কাটেন।
এ সময় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, সমাজসেবক মিলন শেখ, মামুনুর রশীদ, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর লে: কর্ণেল শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছবাড়ি-মান্দ্রা গ্রামে নৌকাবিলাস নামক একটি ঘাটলার উদ্বোধন করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত