কোটালীপাড়ায় জমিদার এন্ড বেভারেজের উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিদার ফুড এন্ড বেভারেজ এর শুভ উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সিকির বাজারে অবস্থিত এ প্রতিষ্ঠানটির উদ্বোধণ করা হয় । কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমিদার ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, জমিদার ফুড এন্ড বেভারেজ এর ব্যবস্থাপনা পরিচালক ড. অপূর্ব রুদ্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা উপস্থিত ছিলেন। । এ সময় ব্যবস্থাপনা পরিচালক ড. অপূর্ব রুদ্র বলেন- আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরাপদ পানি বাজারজাত করছি। এছাড়াও শীঘ্রই বেকারী আইটেম চালু হবে বলে জানান তিনি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *