প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ণ
কোটালীপাড়ায় গৃহে প্রবেশ অনুষ্ঠান
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বান্ধাবাড়ি ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার দুস্থ ও অসহায় পরিবারকে প্রদান করা ঘরে প্রবেশ উপলক্ষে গৃহে প্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় বান্ধাবাড়ি হাট সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠান আয়োজন করে বান্ধাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ।
বান্ধাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন - উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
বিশেষ অতিথি ছিলেন - বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহব্বত হোসেন গোলদার, উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন - ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, হাবিবুর রহমান মকুল, মুজিবুর রহমান শেখ, চম্পা গাজী, আহাদ কাজী।
উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অসংখ্য জনতার ভীড় জমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানটি শেষ করা হয়।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত