গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার ( ১৯ এপ্রিল) সকাল ৯টায় কোটালীপাড়া উপজেলার দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এবং সল্প পরিসরে এ আলোচনা সভার আয়োজন করে কোটালীপাড়া উপজেলা কৃষক লীগ। এ সময় উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি কবির শেখের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র ও প্রচার সম্পাদক গাজী আ. জলিল, রামশীল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি পৃতিষ চন্দ্র রায়, শুয়াগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি প্রমানন্দ হালদার, রাধাগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি প্রভাতসহ অনেকে। আলোচনা শেষে কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের উদ্যোগে ব্যবসায়ী, পথচারী, ভ্যানচালকসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।