কোটালীপাড়ায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে ব্যবসায়ী বিএম আসলাম হোসেন তুহিনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিএম আসলাম হোসেন তুহিনের বর্ষাপড়া গ্রামের বাড়িতে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে ২শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিএম আসলাম হোসেন তুহিনের পিতা হাজী মো: রুহুল আমিন বিশ্বাস উপস্থিত থেকে এসব মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় সমাজসেবক আলিল বিশ্বাস, মিকাইল বিশ্বাস, ফয়জর শেখ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী বিএম আসলাম হোসেন তুহিন বলেন, করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব মানুষদের মধ্য থেকে আমি কিছু মানুষকে সহযোগিতা করলাম। আমি আশা করবো আমার মতো সমাজের বিত্তবানরা এ সময়ে কর্মহীন মানুষদের পাশে দাঁড়াবে।