কোটালীপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান

কোটালীপাড়া প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বন্দরে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগারের সদস্যোরা এই অভিযানে অংশ নেয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহ্ফুজুর রহমান বলেন, সময়ের সাথে সাথে কোটালীপাড়ার করোনা পরিস্থিতির ভয়াবহতা ক্রমশ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলার সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকা ঘাঘর বাজার নিয়ন্ত্রন করা অতীব প্রয়োজন। এ লক্ষ্যে আমরা আজ সকাল থেকেই বিশেষ অভিযান শুরু করেছি এবং এই এভাবেই চলতে থাকবে। এ সময় তিনি সকলের সহযোগিতা একান্ত কাম্য।
জ্ঞানের আলো পাঠগারের সভাপতি বলেন, আমাদের প্রত্যেকের নিজ থেকে সচেতন হতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের দায়িত্ববোধ বাড়াতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্ঞানের আলো পাঠাগারের সদস্যেরা সব সময় জনসাধারণকে সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *