কোটালীপাড়ায় করোনা টিকা দেওয়ায় অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ( কোভিড – ১৯) করোনা টিকা দেওয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে। গত গণ টিকা দেওয়ার দিন উপজেলার সৌলদাহ মুশুরিয়া উচ্চ বিদ্যালয় টিকা দান কেন্দ্রে এ অনিয়মের ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, সরকার নির্ধারিত বয়সের বিধি-বিধান উপেক্ষা করে এলাকার নির্মল সরকারের ছেলে বিপুল সরকার (২২) ও বিভাস সরকার (২১) কে রেজিষ্ট্রেশন ছাড়াই টিকা দেয় ঐ স্বাস্থ্য সহকারী।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নাম প্রকাশ না করা শর্তে একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- মোটা অংকের অর্থের বিনিময়ে বিপুল ও বিভাস কে টিকা দিয়েছে সমীর। এ ব্যাপারে কথা বলার জন্য বাড়িতে গেলে টিকা গ্রহণকারীদের পাওয়া যায়নি। তার মা সাংবাদিকদের জানান – আমার ছেলেরা অন্যত্র থাকে, মেম্বরের সাথে কথা বলে কায়দা করে টীকা নিয়েছে তারা, টাকা পয়সা লাগেনি। ইউপি সদস্য মনোরঞ্জন বালার সাথে কথা হলে তিনি বলেন – সরকার নির্ধারিত বয়স হয়নি, তবুও আমি তালিকা করে দিয়েছি, টীকা দিয়েছে সমীর ও কনক, অর্থ লেনদেনের বিষয়টি ভিত্তিহীন।
এ ব্যাপারে কথা বলার জন্য স্বাস্থ্য সহকারী সমীর রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি নানান তালবাহানা করে, পরে বলেন- আপনি কোটালীপাড়া টিএইচএ এর সাথে কথা বলেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য বলেন- টাকা পয়সা লেনদেনের বিষয়টি আমার জানা নেই, কেউ অভিযোগ করলে ব্যবস্থা নিবো।