কোটালীপাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। আজ শনিবার জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা-পিপিএম এর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল কঠোর লকডাউন বাস্তবায়নে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ন এলাকায় টহল দেন। এরপর পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড়, উপজেলা সদর, সিকিরবাজার, ওয়াবদারহাটসহ বিভিন্ন এলাকায় জরুরী সেবা প্রদানকারী ব্যক্তিদের মাঝে হ্যান্ড সেনিটাইজার ও মাক্স বিতরণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসললাম উপস্থিত ছিলেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বলেন, কোটালীপাড়া থানা পুলিশ কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা স্যারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে। লকডাউন বাস্তবায়নে আমাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে। এছাড়া লকডাউন বাস্তবায়নের পাশাপাশি এ উপজেলার আইন শৃক্সখলা রক্ষায় থানা পুলিশ কাজ করে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *