কোটালীপাড়ায় ঐতিহ্যবাহি নৌকাবাইচ অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে আড়াইশ বছরের ঐতিহ্যবাহি
বিলবাঘীয়ার নৌকা বাইচ অনুষ্টিত হয়েছে।
সোমবার সকাল থেকেই উপজেলার কালিগঞ্জবাজার সংলগ্ন খালে বিশ্বকর্মা পূঁজা উপলক্ষে
আড়াইশ বছরের ঐতিহ্য বিলবাঘীয়র নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ প্রতিযোগীতা দেখার জন্য সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার
দর্শনার্থীরা এসে খালের দু’পাড়ে ভিড় জমায়। কালিগঞ্জ বাজার প্রান্ত থেকে বুরুয়া বড় ব্রীজ
পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দির্ঘ খালে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই দলে দলে দুর -দুরান্ত থেকে লোকজন এসে ভিড় জমায় খালের দু পাড়ে।
নৌকাবাইচে অংশগ্রহণ করা উল্লেখ্য যোগ্য নৌকা গুলো মধ্য
বাছাড়ি,জয়নাগরি,কোষা,টালী, ও ছান্দী। মাদারীপুর,গোপালগঞ্জ,কোটালীপাড়া থেকে আসে
নৌকাবাইচ প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য।প্রায় তিন ঘন্টা ব্যপি চলতে থাকে
নৌকাবাইচের প্রতিযোগীতা।

টিকারা ,কারা ও কাশির, বাদ্যে যেন মুখরিত হয়ে ওঠে প্রতিটি হৃদয়। প্রকৃতির নিয়মেই পশ্চিম
দিগন্তে সূর্যের আলো নেমে পড়ে, আসে অন্ধকার।মাঝি-মাল্লারা সুর দিয়ে জারি ,সারি ও
ভাটিয়ালিগান গান গাইতে গাইতে চলে যায় যে যার আপন ঠিকানায়।
নৌকাবাইচ উপলক্ষে খালের দু পাড়ে মেলা বসেছে । দোকানপাট,মনোহরি,চানাচু,খেলনা
,নাগোরদোলা, ছ্িবর দোকান,কাশাপিতলের ইত্যাদির দোকার নিয়ে বসে আছে বিক্রেতাগণ।
সবমিলিয়ে যেন বাঙ্গালীর একটা মিলন মেলা। তবে দর্শকদের মাঝে আনন্দের তো ঢেউ লেগেই ছিল
এবং কানায় কানায় পূর্ণছিল দর্শকদের অবস্থান।

ভাঙ্গারপাড় থেকে নৌকা বাইচ দেখতে আসা কনিকা ফলিয়া বলেন, আমাদের এলাকায়
নৌকাবাইচ প্রায় আড়াইশ বছরের বেশি দিন ধরে অনুষ্টিত হয়ে আসছে করোনায় দুবছর বন্ধ
থাকলেও এবছর খুব লেকজন হয়েছে। নৌকাও বেশি হয়েছে। দুপুরের পর থেকেই নৌকার কুইজ
প্রতিযোগীতা শুরু হয়েছে। নৌকা বাইচ দেখে অনেক আনন্দ উপভোগ করেছি।
শিবচর থেকে নৌকা বাইচ দেখতে আসা ফিরোজ মুনসি বলেন,এ বছর দোকানপাট,লোকজন ও
নৌকা বেশি হয়েছে । আমারা পবিবার সহ নৌকা বাইচ দেখতে আসছি । খুব মজা হয়েছে।
সারা বিকেলটা অনেক আনন্দে কাটেছে আমাদের ।

কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস বলেন, কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জে
নৌকা বাইচ এখনো বর্ণিল। এ অঞ্চলে বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচের মধ্যে দিয়ে
মৌসুমের বাইচের সূচনা হয়। এ নৌকা বাইচের কেউ আয়োজন করেন না। মনের খোরাক
মেটাতে স্থানীয়রা নৌকা বাইচ দিয়ে থাকেন। এ কারণে এখনো কোটালীপাড়ায় নৌকা বাইচ
স্বগৌরবে টিকে আছে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে এবং ও লক্ষ্মী পূজা উপলক্ষে কালীগঞ্জসহ
কোটালীপাড়ার বিভিন্ন স্থানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *