কোটালীপাড়ায় ঐতিহাসিক ৬দফা দিবস পালিত
কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৬দফা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে উপজেলা সদরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ৬দফা বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ৬দফা ঘোষনা বাঙ্গালী জাতির মুক্তির সনদ। তাই আমাদের সকলের এই দিবসটি গুরুত্বসহকারে পালন করা উচিৎ।