কোটালীপাড়ায় এম পি নারগিস রহমানকে সংবর্ধনা দিয়েছে জ্ঞানের আলো পাঠাগার


গোপালগঞ্জের কোটালীপাড়ার তারাশী গ্রামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর)
পরিদর্শন করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি, বিদ্যুৎ
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নার্গিস রহমান।
জ্ঞানের আলো পাঠাগারের কার্যক্রম দেখে তিনি মুগ্ধ হন। এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাফেজা খানম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, ঢাকার গেন্ডারিয়া থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী আক্তার, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, প্রেসিডিয়াম সদস্য আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, টিম লিডার জেমস বাড়ৈসহ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে এমপি নার্গিস রহমানকে সংবর্ধনা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
এর আগে সকালে শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ড্রিমস ফর টুমরোর উদ্যোগে ও জ্ঞানের আলো পাঠাগারের সহযোগিতায় কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য নার্গিস রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলকুড়ি বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমানের হাতে গাছের চারা তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোটালীপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের প্রায় ৫ শতাধিক চারা বিতরণ করা হয়েছে।