গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক সঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম গ্রহন । মা এবং তিন সন্তানই সুস্থ আছে । আজ ( ২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে একটি বেসরকারী ক্লিনিক বর্ণ হসপিটালে সিজারের মাধ্যমে ঐ তিন পুত্র সন্তানের জন্ম হয় । কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ডু গ্রামের বাক-প্রতিবন্ধী ও অসুস্থ নইম হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম ( ২৭) এর গর্বে ওই তিনটি পুত্র সন্তান হয় । এর আগে ঐ দম্পত্তির ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে । সদ্য ভুমিষ্ট তিন সন্তানের নাম রেখেছে হাসাইন-হোসাইন ও হোজাইফা । এই ৩ টি পুত্র সন্তান জন্ম গ্রহণ করায় দম্পত্তির যেমন খুশির জোড়ার বইছে , অন্যদিকে মুখে অন্য ,বস্ত্র চিকিৎসা খরচ নিয়ে আছে চিন্তায় । স্বজনদের দাবি সরকার ও বিত্তবানেরা যাতে অসহায় দম্পত্তির পাশে এসে দাড়ায় , তাহলে তারা তাদের ৫ সন্তানদেরকে নিয়ে বাচতে পারে। এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ'র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন - তারা যদি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আর্থিক সাহায্যর জন্য আবেদন করলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।