অনেকেই বলে থাকে পাগলে কি না কয় ছাগলে কি না খায়,। কিন্তু তা থেকে ব্যতিক্রম ঘটলো এক পাগলের প্রতিভা দেখে । যা পথচারী দর্শকদের মন কেড়ে নিয়েছে । তার এই প্রতিভা দেখলে মনে হয় না সে একজন পাগল, ঠিক এরকম এক ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
আজ রবিবার (৯ মে ) সকাল থেকে কোটালীপাড়া উপজেলা সদরের সড়কের পাশে এমনি একজন প্রতিভা পাগল দেখা যায়। প্রায় ৩/৪ ঘন্টা সময় ব্যয় করে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলর ছবি আর্ট করার পাশাপাশি এমন কিছু কথা লিখতে দেখা যায়, যা একজন চিত্রশিল্পী করে থাকে । জানা যায় তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এ কাজ করেন।
তার এই লেখার ভিতর কবির ভাষায় ফুটিয়ে তুলছে তার পরিচয়। বাড়ি ছিল দক্ষিন বঙ্গে,বিশাল এক নদীর তীরে বরিশাল । তার এই প্রতিভা দেখার জন্য রোদের তাপের ভিতর দাঁড়িয়ে পাগলের এই প্রতিভা দেখছে অসংখ্য সাধারণ মানুষ। তার এই প্রতিভাবান লেখা কে সাধারণ মানুষ ধন্যবাদও জানিয়েছেন। তারা আরো বলেন - কোনো জিনিস ইচ্ছে থাকলে স্বাধন করা সম্ভব। যা আমাদের এই পাগল থেকে শিক্ষা নেওয়া উচিৎ।