গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশাত্ববোধক ও ইসলামী গানের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ক্যাফে ৭১ চাইনিজ রেস্টুরেন্টে ফেসবুক গ্রুপ দৈনিক কোটালীপাড়া (ডিকে) এর আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ফেসবুক গ্রুপ দৈনিক কোটালীপাড়া (ডিকে) এর সভাপতি শেখ রইস উদ্দিন সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার পলাশ সরদার, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা, সাংবাদিক রতন সেন কংকন, ফেসবুক গ্রুপ দৈনিক কোটালীপাড়া (ডিকে) এর এডমিন রিপন খান বক্তব্য রাখেন।