কোটালীপাড়ায় ইসলামীক ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত


গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইসলামীক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ এপ্রিল সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলা মডেল রিসোর্স সেন্টারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামীক ফাউন্ডেশন কোটালীপাড়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুল গফফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামীক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ- পরিচালক আবু ওবায়দা মোঃ মাস – উ – দুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন – কোটালীপাড়া বাপার্ড এর সহকারী পরিচালক নাইমুর রহমান সজল, ইসলামীক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাওলানা রুহুল আমিন, জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মোঃ চপল মাহমুদ, মডেল কেয়ারটেকার হারুন উর রশিদ, সাধারণ কেয়ারটেকার মাওলানা আলী আকবর, নাজমুল হুদা,মাওলানা এনায়েত উল্লাহ, মাওলানা মাসুদ সহ ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক / শিক্ষিকাবৃন্দ।