গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২২ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউণ্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২২ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ইসলামিক ফাউণ্ডেশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ সময় কোটালীপাড়া উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের সুপার ভাইজার মোঃ আব্দুল গফফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন – উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও ১১ নং পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর, কেন্দ্রীয় উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন, মডেল কেয়ারটেকার হারুন উর রশিদ, সাধারণ কেয়ারটেকার আইয়ুব আলী সিকদার, মতিউর রহমান, মাওলানা আলী আকবর, মাওলানা নাজমুল হক, মাওলানা এনায়েত উল্লাহ, মাওলানা মাসুদ, মাওলানা আনসার উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম সহ ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।