কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের নির্বাচনী শোডাউন


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী শোডাউন করেছেন বর্তমান চেয়ারম্যান হান্নান শেখ।
আজ শনিবার বিকেলে চেয়ারম্যান হান্নান শেখ ইউনিয়নটির দক্ষিণপাড় মোড় থেকে প্রায় ২শতাধিক ভ্যান গাড়ি নিয়ে ইউনিয়নটির বিভিন্ন জনবহুল এলাকা ঘুরে উনশিয়া মোড়ে এসে একটি পথ সভার মধ্যে দিয়ে শোডাউন টি শেষ করেন।
এ সময় চেয়ারম্যান হান্নান শেখসহ আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
চেয়ারম্যান হান্নান শেখ বলেন, বিগত ১০ বছর আগে আমি এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ৫বছর আগে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় একটানা ১০বছর ধরে ইউনিয়নটিতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। আমার এই কাজের মূল্যায়ণ হিসেবে দল যদি আমাকে আগামী ইউপি নির্বাচনে মনোনয়ন দেয় তাহলে আমি আগামীতেও চেয়ারম্যান নির্বাচিত হবো।