প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২১, ৫:৫৯ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক শাহিদা সুলতানা। গত ২২ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সহকারি পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল বাসার, সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন, ওসি মোঃ আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার,।
এছাড়াও নির্বাচনে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চেয়ারম্যান মেম্বর প্রার্থী ও রির্টানিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রার্থীরা সভায় অংশ গ্রহন করে কালো টাকা ছড়াছড়ি বন্ধের দাবি জানান।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত