কোটালীপাড়ায় ইউনিয়ন দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউনিয়ন দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় তারাশী বাসস্ট্যান্ড বাইতুস সুজুদ জামে মসজিদে ইসলামী যুব আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
এ সময় ইসলামী যুব আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আবু নাইম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য প্রকৌশলী ওমর ফারুক ভুইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন – ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্যা আল- আমিন, ইসলামী যুব আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার সহ সভাপতি মোঃ আমির হোসেন, মাওলানা জাকির হোসেন, ক্বারি সোলাইমান গাজী,সাবেক সভাপতি আল আমিন, ইশা ছাত্র আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেন, নাজমুল ইসলাম শরীফ সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।