কোটালীপাড়ায় আধুনিক রেস্টুরেন্ট ক্যাফে ৭১ এর শুভ উদ্বোধন

 গোপালগঞ্জের কোটালীপাড়ায় থাই- চাইনিজ, ফাস্টফুড, পার্টি সেন্টার ও বাংলা খাবারের সমারহে আধুনিক রেস্টুরেন্ট ক্যাফে ৭১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ৩ য় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রিত এ রেস্টুরেন্টির শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

রেস্টুরেন্টির প্রোপ্রাইটার ইসরাত জাহান সাংবাদিকদের বলেন- খাবারের গুণগতমান ঠিক রেখে মানসম্মত খাবার পরিবেশনের মধ্য দিয়ে গ্রাহকের মন জয় করাই হচ্ছে আমাদের ব্যবসার মূল লক্ষ। উদ্বোধন পরবর্তী রেস্টুরেন্ট টি সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ ইলিয়াস হোসেন শেখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সাবেক কমান্ডার লুৎফর রহমান শেখ, এ্যাডঃ দেলোয়ার হোসেন সরদার, মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর প্রমূখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *