কোটালীপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ভাঙচুর লুটপাট

 গোপালগঞ্জের কোটালীপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়,মামুন সিকদার গ্রুপ ও বদিউজ্জামান বিশ্বাস গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ হামলা মামলার ঘটনা ঘটে আসছে। এরই জের ধরে ঘটনার দিন বিকালে মামুন সিকদারের নেতৃত্বে সেকেন্দার মোল্যা, আবু তালেব মোল্যা, মোরসালীন মোল্যা, মিজানুর মোল্যা,রিপন বিশ্বাস, রুবেল বিশ্বাস, লিপু বিশ্বাস, শহিদুল মোল্যা, ইমরান বিশ্বাস সহ ৫০/৬০ জন লোক সঙ্গবদ্ধ ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সহ অতর্কিত হামলা চালিয়ে – মোশারফ হোসেন, শরাফত মোল্যা, নিজাম মোল্যা, মুনছুর মোল্যা, বাচ্চু বিশ্বাস, মহর শেখ, রাজা শেখ, ফেরদাউস বিশ্বাসের ঘর সহ ৮/১০ টি ঘর ভাংচুর করে।

 

এসময় আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় হামলাকারীরা। বিলকিস বেগম সাংবাদিকদের বলেন- রুবেল,মামুন, রিপন,শহিদুল সহ ৩০/৪০ জন সঙ্গবদ্ধ ভাবে চাইনিস কুড়াল, রামদা,রড,বড় হামার নিয়ে আমার ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে নগদ ৭০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুটে নেয়। আমি এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে মামুন সিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – বদিউজ্জামানের লোকেরা প্রথমে আমার লোকদেরকে ধাওয়া করে, পরে আমার লোকেরা হামলা চালিয়ে প্রতিপক্ষের কিছু ঘর দরজা ভাংচুর করেছে। এ বিষয়ে রোজিনা, বিলকিস ও শারমিন আক্তার বাদী হয়ে ২৩ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় ৩ টি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন- অভিযোগ দায়ের হয়েছে, মামলা এখনো রেকর্ড হয়নি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *