মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত রবিবার রাতে কাল বৈশাখী আগুন ঝড়ে ফসলের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ ।
মঙ্গলবার উপজেলার পিঞ্জুরী,কান্দি ,তারাকান্দর ,ধারাবাশাইল ও সাতোরিয়া বিল সহ ্ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন । এমসয় তিনি আগুন ঝড়ের কারনে ক্ষতিগ্রস্থ কৃষকেদের সান্তনা দেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরী করে দ্রুত প্রধান মন্ত্রীর নিকট পাঠানোর আশ্বাস দেন । এমসয় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা কৃষক লীগ সভাপতি মুন্সী মাহফুজ হাসানাত কামরুল ,সাবেক এস এল আর কলেজ ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান বুলবুল, কান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনিন্দ্র নাথ রায় ,কান্দি ইউনিয়ন কৃষক লীগ সাধারন সম্পাদক মিহির রায়, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা, বাদশা মিয়া সহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।