প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২১, ৫:৪৪ অপরাহ্ণ
কোটালীপাড়ায় আওয়ামীলীগের নৌকা প্রার্থীর কর্মি সভায় জনতার গণজোয়ার
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাধাগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ভীম চন্দ্র বাগচীর পক্ষে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর শনিবার বিকোল ৫ টার দিকে উপজেলার বুরুয়াবাড়ি ডগলাস মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ফ্লাট সেন্টারে এ কর্মি সভার আয়োজন করেন রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ। এ সময় রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সর্বানন্দ বৈদ্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ভীম চন্দ্র বাগচী, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খানঁ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাফেজা বেগম সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস বলেন - উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই,তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় শতভাগ ভোট দেওয়ার আহব্বান জানিয়ে বলেন - যে ইউনিয়ন থেকে নৌকায় বেশি ভোট প্রদান করবেন সেই ইউনিয়নে সোনার নৌকা উপহার দেওয়া হবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত