কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নাগরা বাসস্ট্যান্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ব্যবসায়ী ও সমাজসেবক মশিউর রহমান তার ব্যক্তিগত পক্ষ থেকে ৫ ব্যবসায়ীর মাঝে ১লক্ষ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এ সময় বান্ধাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, ব্যবসায়ী মো: লিপন মিয়া উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী ও সমাজসেবক মশিউর রহমান বলেন, গত মঙ্গলবার ভোর ৫টায় অগ্নিকান্ডে যে সকল ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের মাঝে ১লক্ষ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করলাম। আমি চাই সমাজের বিত্তবানরা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতায় এভাবে এগিয়ে আসুক।