কোটালীপাড়ার ৩০৩ পূজামন্ডপে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৩০৩টি পূজামন্ডপে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার কেন্দ্রীয় দুর্গা মন্দির চত্ত্বরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানের উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ওসি মোঃ আমিনুল ইসলাম, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্ত্তিক চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন ও বান্ধাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ নেতা হান্নান মোল্লা নিজ নিজ এলাকায় ব্যক্তিগত পক্ষ থেকে দুর্গাপূজা মন্ডপে অনুদান প্রদান করেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। উৎসব সার্বজনীন। আমরা উৎসব টাকে যেন সকলে ভাগ করে নেই। আমি সকলকে অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানদেরকে সাম্প্রদায়িকতা শিক্ষা দিবেন না। আপনাদের সন্তানদেরকে অসাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে বড় করে তুলুন।