কোটালীপাড়ার সন্তান হোসনে আরা বেনু ‘মনের জানালার’ বর্ষসেরা লেখক নির্বাচিত

অনলাইন ভিত্তিক সংগঠন ‘মনের জানালার’ বর্ষসেরা লেখক নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার সন্তান হোসনে আরা বেনু। হোসনে আরা বেনু কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজের প্রভাষিকা প্রয়াত গুলশান আরা রানী ও ব্রিগেডিয়ার শামীম আহম্মেদ, কর্নেল শাহীন, কর্নেল ফেরদাউস এর আদরের বোন। এবং ঢাকা পুলিশ সুপার আলি আশরাফের সহধর্মিণী হোসনে আরা বেনু।

হোসনে আরা বেনু কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামের সাবেক সেনাকর্মকর্তা মরহুম আহমেদ আলী শেখ এর ৪ র্থ সন্তান। তিনি ভ্রমণ পিপাসুদের জন্য তার নিজ বাড়ি সাহেব ভিলাতে প্রায় দু” শত গল্পের বই নিয়ে শুরু করেছে একটি লাইব্রেরি।

গত শনিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত অনলাইন ভিত্তিক সংগঠন ‘মনের জানালার’ ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন। এ সময় নগদের পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, চ্যানেল আইর বার্তা সম্পাদক সাকিলা জেসমিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image