গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল বাজারে গত রোববার (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ইউনিয়ন আওয়ামীলীগ অফিস, তিনটি বসতঘর সহ ১৬টি দোকান আগুনে ভস্মীভুত হয়েছে। এ লক্ষ্যে আজ দুপুর ১টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণসামগ্রী পৌঁছে দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে একবস্তা চাল, ডাল, তেল, আলু সহ শাড়ি-লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র সহধর্মিণী এ্যাড. রাশিদা আব্দুল্লাহ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেদ্রনাথ বিশ্বাস, আয়নাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, সাবেক পৌর মেয়র অহিদুল ইসলাম হাজড়া প্রমুখ উপস্থিত ছিলেন।