কোটালীপাড়ার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে নারীদের উৎপাদিত হস্তশিল্প এখন ইউরোপে রপ্তানি হচ্ছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী নারীদের উৎপাদিত পণ্য ব্রান্ডিং এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের স্বাবলম্বিকরণের লক্ষ্যে হস্তশিল্প ব্রান্ডিং এর উদ্বোধন করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উসমান গণি, উপজেলা নিবার্হী অফিসার ফেরদৌস ওয়াহিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীমদেব বাগচী, বিওয়াইএফসি’র হেড অফ প্রোগ্রামস মি. মার্ক রিপন সরকার, হেড অফ এইচ আর এন্ড এডমিন মি. টমাস বাড়ৈ, প্রকল্প ম্যানেজার মি. নয়ন দাস, মি. মিন্টু হালদার, মি. জন লিটন বৈড়াগী প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুবিধাবঞ্চিত নারীদের ভাগ্যের উন্নয়নে বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনর্সান্স (বিওয়াইএফসি) এর উদ্যোগে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে অসহায় কর্মহীন নারীদের আয়বৃদ্ধিমূলক হস্তশিল্প প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩৩ জন নারী প্রশিক্ষণার্থীদের সাথে নতুন আরও ২১ জন নারী এই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে মোট ৫৪ জন নারী প্রশিক্ষণার্থী নিয়মিত বিওয়াইএফসি কতৃর্ক পরিচালিত এই হস্তশিল্প প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে।
বিশেষ করে মাফলার, বিছানার চাদর, নকশিকাঁথা, থামি, টুপি সহ নানা পণ্য উৎপাদন করছেন উদ্যোক্তারা। এই পণ্য ইউএসএ, জার্মান, ফ্রান্স, ইতালি সহ বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে রপ্তানী করা হচ্ছে। স্থানীয়ভাবেও এই পণ্য সুনাম কুড়িয়ে নিচ্ছে। এদিকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এই দেবগ্রাম আশ্রয়ণের সার্বিক কার্যক্রম প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন এবং এই সকল পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছেন।