কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দিলীপ গাইন সভাপতি ও মিহির চন্দ্র রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দিলীপ গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তুষার মধু, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক অরুন কুমার মল্লিক, সদস্য সচিব রতন মিত্র বক্তব্য রাখেন।