কোটালীপাাড়ায় কৃষকলীগের উদ্দ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত


গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকলীগের উদ্দ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । ১৮ মে বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় অফিসে উক্ত অনুষ্ঠান আয়োজন করে উপজেলা কৃষকলীগ কোটালীপাড়া।
উপজেলা কৃষকলীগ সভাপতি মুন্সী মাহফুজ হাসানাত কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ । বিশেষ অতিথি ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন – উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রতন মিত্র, উপজেলা আওয়ামীলীগ সহ- দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, আওয়ামীলীগ নেতা কবিরুল ইসলাম রুনি, কৃষকলীগ যুগ্ম সসাধারন সম্পাদক ১ কামাল হোসেন হাওলাদার। এ সময় বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগ সভাপতি- সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।