কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আর নেই


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও হিরন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুন্সি এবাদুল ইসলাম (৫২)আর নেই।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে সাড়ে ১১ টায় রাজধানীর ঢাকার ফরাজী হাসপাতালে হ্নদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।
মুন্সি এবাদুল ইসলাম মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুন্সি আবুল কাশেম এর পুত্র।
তার মৃত্যু সংবাদ কোটালীপাড়া উপজেলায় ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।