কোটালীপাড়ায় ২০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আমিনুর রহমান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আমিনুর রহমান কোটালীপাড়া উপজেলার বান্দল মঠবাড়ি গ্রামের আইয়ুব হোসেন সিকদারের ছেলে।
গতকাল বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কোটালীপাড়া থানার এস আই মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রাম বাজারের মা টেলিকম ও ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে ২০০ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করেন।
কোটালীপাড়া থানার এসআই মোঃ কামরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আমিনুর রহমন দীর্ঘ দিন ধরে কোটালীপাড়ায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপান সংবাদের ভিত্তিতে শুয়াগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাকে ২০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।এর আগে তার নামে কোটালীপাড়া থানায় মাদকের ১০ টি মামলা রয়েছে। আজ আমিনুর রহমানের নামে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। সকাল ১১ টয় আসামি আমিনুর রহমানকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।