প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ
কোটালীপাড়ায় মানবতার দেয়াল উদ্বোধন
মানুষ মানুষের জন্য শুধু একটু সহানুভূতি-মানুষ কি পেতে পারে না ও বন্ধু’ ভূপেন হাজারিকার কণ্ঠে সেই বিখ্যাত গানের কথায় রূপ দিয়েছে জ্ঞানের আলো পাঠাগার ‘মানবতার দেয়াল’ নির্মাণ করে সাড়া ফেলেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে।
শৈত্য প্রবাহে যখন কাঁপছে দেশ। দুর্ভোগে এলাকার ছিন্নমূলের মানুষ, ঠিক সেই সময়ে কোটালীপাড়া উপজেলা গেটের পাশেই জনসম্মুখে উন্মুক্তস্থানে দেয়ালে লেখা হয়েছে জ্ঞানের আলো পাঠাগার ‘মানবতার দেয়াল’। এক পাশে লেখা হয়েছে আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান। আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান। এসব বস্ত্র মনের আনন্দে নিয়ে যাচ্ছে পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা।
অপ্রয়োজনীয় বস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপকার করতে পারায় খুশি জ্ঞানের আলো পাঠাগার । নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, এমন ধরনের পোশাক কেনার সমর্থ নেই আমাদের। কোন টাকা ছাড়াই রাস্তার ধারে খোলামনে পছন্দের পোশাক নিতে পেরে আমরা খুশি।
সোমবার (১৬জানুয়ারি ) সকাল ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ফিতা কেটে মানবতার দেয়ালটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম , জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল , সমাজ সেবক ফিরোজ শেখ প্রমুখ।#
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত