কোটালীপাড়ায় মাছ শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মৎস্য শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস বিশেষ অতিথি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান, কলাবাড়ী ইউপি সদস্য মারুফ ,অধীর কুমার বাড়ৈ ,কমলেশ ঢালী,মনোজ বৈদ্য, পরিতোষ হালদার, পরিতোষ মধু, মহিলা সদস্য লাভলী বাড়ৈ,লীজা গাইন ও গোপালগঞ্জ মৎস্য চাষী সমিতির সভাপতি তোতা মিয়া বক্তব্য রাখেন। বক্তরা বলেন,যেকোন ভাবেই হোক প্রাকৃতিক সম্পদ মৎস্য ও শামুক রক্ষা করতে হবে। প্রয়োজনে চায়না দুয়ারী জাল ও অন্যান্য মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ সরঞ্জামাদি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এসময় এলাকার শতাধিক মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।