কোটালীপাড়ায় বাঁশের আঘাতে দ্রুতগতি ভ্যান চালকের মৃত্যু
গােপালগঞ্জের কোটালীপাড়ায় বাঁশের আঘাতে সুজন শেখ ( ২৫ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । সে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামের রিয়াজুল শেখের ছেলে । কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে , আজ শনিবার সকালে কোটালীপাড়া ঘাঘর বাজারের বাঁশের হাট ( রাস্তার পাশে ) থেকে একজন ক্রেতা বাঁশ কিনে নসিমনে উঠাচ্ছিলেন । এসময় ওই ভ্যান চালক দ্রুতগতিতে ওই রাস্তা দিয়ে যাবার সময় অকস্মাৎ বাঁশের অগ্রভাগ গিয়ে তার গলায় গিয়ে আঘাত করে । এতে সে মারাত্মক আহত হয় ।
আশংকাজনক অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষনা করেন । লাশের ময়না তদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে বুঝে দেয়া হবে বলে ওসি জানিয়েছেন ।