কোটালীপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আপন ভাইয়ের হাতে ছোট বোন খুন হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ভাই মো. সিফাতুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের দীঘলিয়া গ্রামে নিজ বসত ঘরে গলা কেটে নিজের ছোট বোন হালিমা খাতুন (১২) কে নির্মমভাবে হত্যা করে তার বড়ভাই মো. সিফাতুল্লা (১৯)। সে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের শেখ জাকির হোসেনের ছেলে। ঘটনার পর থেকেই গোপালগঞ্জ জেলা পুলিশ  সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর দিক নির্দেশনায় অভিযান চালিয়ে মো. সিফাত উল্লাকে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানাযায় বাবা মায়ের মধ্যে প্রায়ই কলহ বাঁধলে মেয়ে হালিমা মায়ের পক্ষ নিত, সিফাত উল্লাহ বাবার পক্ষ নিয়ে মায়ের অনুপস্থিতিতে কিছু বললেও মা ফেরার সাথে সাথেই মেয়ে হালিমা মাকে সব বলে দিতো। এর ফলশ্রুতিতে মা, ছেলে সিফাত উল্লাকে বকাঝকা করতো। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই দুই মাস পূর্বেই বোনকে হত্যার পরিকল্পনা করে মো. সিফাতুল্লাহ। পরিকল্পনা অনুযায়ী আগেই বাজার থেকে ছুরি সংগ্রহ করে রাখে সিফাত উল্লাহ। সিফাত উল্লাহ সুযোগ খুঁজতে থাকে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আজ বেলা ১১টা থেকে সাড়ে ১টার মধ্যে ঘরে পরিবারের অন্যকোন সদস্য না থাকার সুযোগে গলায় ছুরি দিয়ে উপুর্যুপরি আঘাত করে বোনকে হত্যা করে পালিয়ে যায় সে। গ্রেপ্তারকৃত সিফাত উল্লার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মামলা রুজু হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *