কোটালীপাড়ায় দুই মাদক কারবারী গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় এসআই কামরুল ইসলাম, এসআই মিকাইল শেখ, এ এস আই হাসমত উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের আতিয়ার ফরাজীর বাড়ী থেকে ১ গ্রাম আইস সহ হিরণ গ্রামের আজগর শেখের ছেলে একাধিক মাদক মামলার আসামী আল আমিন শেখ (২৬) কে হাতে নাতে গ্রেপ্তার করে। অন্য দিকে একই রাতে, এসআই মামুন অর রশিদ ও এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ১ নং ওয়ার্ড ডহরপাড়া গ্রামের সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সড়ক থেকে ১০ পিস ইয়াবা সহ সিকির বাজার গ্রামের মোক্তার খলিফার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী পিয়াল খলিফা (২৫) কে গ্রেপ্তার করে। অত্র জেলায় এই প্রথম ক্রিস্টাল মেথ (আইস) এর চালান আটক করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ ফিরোজ আলম। তিনি আরো বলেন- উভয় আসামীর বিরেুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।