কোটালীপাড়ায় গণটিকা কার্যক্রম পরিদর্শনে ডিসি শাহিদা সুলতানা

 করোনা (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি অর্থায়নে দেশের মানুষকে সুরক্ষা দিতে চলতি বছরের গত ৭ আগস্ট দেশ জুড়ে একযোগে গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ প্রদান সম্পন্ন হয়।

আজ ৭ সেপ্টেম্বর গণটিকা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে দেশ জুড়ে করোনা (কোভিড-১৯) প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের ৫ উপজেলায় একযোগে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী চলমান এ টিকা প্রদান কার্যক্রমে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে নিবন্ধনকৃত নারী ও পুরুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভিড় সামলাতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলো অনেকটা তৎপর।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা কোটালীপাড়া পৌরসভা, আমতলী ও হিরণ ইউনিয়ন সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত কুমার বৈদ্য সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও নিবন্ধন করে টিকা গ্রহণকারী নারী ও পুরুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *