কোটালীপাড়ায় কালভার্ট নির্মাণে ধীরগতি- ভোগান্তিতে এলাকাবাসী

 গোপালগঞ্জের কোটালিপাড়ার রাজৈর কোটালিপাড়া সড়কে কদম বাড়ী এলাকায় একটি কালভার্ট ব্রিজ এর কাজ প্রায় এক বছরেও শেষ না হবার কারনে চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ ও ওই পথে যাতায়াত করা যাত্রী ও যানবাহন ।

বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা । কালভার্ট এর দুই পাশে নরম মাটি দিয়ে রাস্তা তৈরি করায় সেখান দিয়ে যাতায়াত করতে পরছেনা যানবাহন ।

ঝুকি নিয়ে যাতায়াত করতে গেলেও গাড়ী ডেবে যাওয়ায় বাড়ছে যানযট । যার ফলে চরম ভোগান্তিতে পড়ছে স্কুল কলেজে যাওয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী ও যাত্রীরা । দীর্ঘদিন ধরে ঢিলেঢালা ভাবে চলছে এই কালভার্টটির কাজ ।

মাঝে মাঝে কাজ বন্ধ থাকারও অভিযোগ রয়েছে এলাকাবাসীর । বিকল্প কোনো সড়ক না থাকায় ঝুকি নিয়ে চলছে যানবাহন এতে প্রায়ই দুর্ঘর্টনার স্বীকার হচ্ছে যানবাহন ।

কালভার্টটির দুই পাশে নরম মাটি দিয়ে রাস্তা তৈরি করায় বাড়ছে দুর্ঘটনা । এলাকাবাসী বলেন, এই পথে স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত কিন্তু কালভার্টটির কাজ শেষ না হবার আগেই বিকল্প পথটি কেটে ফেলেন ঠিকাদার প্রতিষ্ঠান হাসান টেকনো আবিদ কনেস্ট্রাকশন জেবি যার ফলে ভোগান্তিতে পড়েছে হাজারও মানুষ।

দ্রুত এর সমাধান চেয়ে ওই পথে যাতায়াত করা যানবাহন চালকরা বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান ঢিলা ঢালা ভাবে কাজ করার কারনে ঠিক ভাবে গাড়ি চালাতে পারছেনা তারা, বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিনিয়ত সেখানে গাড়ী ডেবে ঘটছে দুর্ঘটনা । যার ফলে সেখানে যানযট এর সৃষ্টি হয়ে ভোগান্তি পড়ছে এলাকার মানুষ ও যাত্রীরা ।

কাজের মেয়াদ শেষ হবার আরো দুই মাস বাকি রয়েছে উল্লেক করে সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আজহারুল ইসলাম বলেন, উন্নয়ন মুলক কাজ করতে গেলে মানুষের একটু ভোগান্তি হবেই তবে যথা সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হবে ।। বিষয়টি নিয়ে কথা বলতে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বারবার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *