কোটালীপাড়ায় এলজিইডি’র নির্মাণাধীন ব্রীজের পাইলিং নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক একটি ব্রীজের পাইলিং নির্মাণে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম দাড়িয়ার বাড়ির পাশে নির্মাণাধীন ব্রীজের পাইলিং নির্মান নিয়ে এ অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। তাদের অভিযোগ পাইলিং নির্মাণে যে পরিমাণ পাথর, বালু ও সিমেন্ট দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না।
ফলে ত্রুটিজনিত নির্মাণাধীন ব্রীজের স্থায়িত্ব নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে আজ সকালে স্থানীয় জনগণ ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের সঠিক নিয়মে কাজ সম্পন্ন করার অনুরোধ জানাতে গিয়ে শ্রমিকদের বাঁধার সম্মুখীন হন বলে গণমাধ্যমকে জানান। এছাড়া ওই ব্রীজের নির্মাণ কাজের টেন্ডার যেই ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছেন সেই প্রতিষ্ঠান নিজে কাজ না করে অন্য আরেকজন ঠিকাদারের নিকট কাজটি বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
তাছাড়া ব্রীজের পাইলিং নির্মাণের সময় কোটালীপাড়া উপজেলা এলজিইডির দায়িত্বশীল কোন কর্মকর্তার উপস্থিতি ছিলো না বলেও জানান তারা। এলাকাবাসী গণমাধ্যমকে আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে যদি এ ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনা ঘটে। তাহলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি করার। ভবিষ্যতে ব্রীজটি ভেঙ্গে তো জনদুর্ভোগের সৃষ্টি করবে।
পরে এলাকাবাসী সঠিক নিয়মে কাজ করার অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি আপলোড করে তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। ব্রীজের পাইলিং নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ বিষয়ে কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী এম. জাহাঙ্গীর আলমের …১৩৯৭ নম্বরে জানতে চাইলে তিনি কৌশলে কোন উত্তর না দিয়ে অফিসে যোগাযোগ করার কথা বলে সংযোগটি তৎক্ষণাৎ বিচ্ছিন্ন করে দেন। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এবিষয়ে জানান, বিষয়টি আমি দেখবো। ওই এলাকার জনগণ কাজের ব্যাপারে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ব্রীজের নির্মাণ কাজ বন্ধ থাকবে।