কোটালিপাড়ায় কুশল ও গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত


সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া ৬ নং কুশলা ইউনিয়ন ও গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল – শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ। ১৫ আগস্ট বিকালে টুপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করে ৬ নং কুশলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। আশরাফ আলী হাজরার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – কুশলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জামাল শেখ, জাতীয় শ্রমিকলীগ কোটালিপাড়া উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকলীগ সদস্য সচিব নজরুল ইসলাম স্বপ্নন। অন্যদিকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করে গোপালপুরের সর্বস্তরের জনগণ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন,এস এম ইস্রাফিল, এ্যাডঃ খান চমন – ই- এলাহী,দিদারুল ইসলাম খান প্রমূখ।