কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. নন্দা সেন গুপ্তার বিরুদ্ধে মিথ্য অভিযোগে সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশের অভিযোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ শনিবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা
এ কর্মসূচী পালন করেন। কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে গোপালগঞ্জ-
কোটালীপাড়া সড়কের ওপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
এসময় ডা.নন্দা সেন গুপ্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে আরএমও ডা. ইব্রাহিম মোল্যা, নার্সেস সুপার ভাইজার আবেদা শামছুন নাহার, নার্স সঞ্চিতা বাড়ৈ, সিএইচসিপি বিনয় জয়ধর, প্রধান সহকারী ঝর্ণা আক্তার, এমএইচভি কেয়া বিশ্বাস সহ অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নন্দা সেন গুপ্তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।