প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২০, ৫:৫৯ অপরাহ্ণ
কেশবপুর সমবায় অফিসার হিসেবে নুর আলমের যোগদান
যশোরের কেশবপুর উপজেলা সমবায় অফিসার হিসেবে মোহাম্মদ নুর আলম যোগদান করেছেন। গত ১৯ অক্টোবর তিনি যোগদান করেন। কেশবপুর উপজেলায় নতুন সমবায় অফিসার মোঃ নূর আলম যোগদান করায় পাঁজিয়া প্রাইম সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর পক্ষে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব মল্লিক বিশ্বজিৎ ও ফিল্ড অফিসার সুমন মল্লিকসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, এস এম নাজিমুল হক, অফিস সহকারী মোঃখালেদুর রহমান, মোঃআব্দুল জলিল, ফরহাদুর রহমান, তন্ময় রায়, সুমন মল্লিক। নেতৃবৃন্দ এসময় নতুন যোগদানকারী সমবায় অফিসার মোহাম্মদ নূর আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত