কৃষকের ধান কেটে দিতে শিক্ষক–শিক্ষার্থীকে মাউশির অনুরোধ

করোনাভাইরাসের কারণে বিদ্যমান পরিস্থিততিতে স্বাস্থ্যবিধি মেনে বোরো ধান কাটায় সহায়তা করতে শিক্ষক ও শিক্ষাথীর্দের প্রতি অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার দেশের সব কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাউশির আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কমর্কতা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কতাদের নিদের্শনা দেওয়া হয়েছে।

মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কেটে দেওয়াসহ আনুষঙ্গিক সহায়তা দিতে বলা হয়েছে।মাউশির নিদেশর্নায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে যেসব অঞ্চলে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করা প্রয়োজন, সেসব এলাকার কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করা হলো। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁরা ( প্রতিষ্ঠান প্রধান) অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধসম্পন্ন ও প্রশক্ষিণপ্রাপ্ত (স্কাউটস, রোভার স্কাউটস ইত্যাদি) শিক্ষাথীদের নিয়ে তাঁদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাবেন। প্রয়োজনে কৃষকদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ ব্যবহারের সুযোগ দিতে হবে।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের অন্য এলাকা থেকে হাওর এলাকায় ধান কাটতে যাওয়া শ্রমিকদের থাকার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে ওই সব এলাকার মাঠপযার্য়ের কর্মকর্তাদের বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ প্রথম আলোকে বলেন, শ্রমিকদের থাকার পাশাপাশি ধান মাড়াইয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্যবহারের সুযোগ দিতেও বলা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *