আজ দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র/প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা, বোরো ধান, সরিষা, গম, মুগ, পেঁয়াজের বীজ এবং রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আলী মুনছুর বাবু । আজ রবিবার ২২ই নভেম্বর সকাল সাড়ে ১০ টার সময় দামুড়হুদা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দামুড়হুদা উপজেলায় বিনামূল্যে সার ও ভুট্টার বীজ প্রকৃতি চাষীদের মাঝে তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো মহিউদ্দিন,