কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার কারণে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার কারণে আজ সোমবার বৈকাল সাড়ে চার টার সময় চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের উদ্বেগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও চৌরাস্তার মোড়ে এক সমাবেশ করেন। বক্তব্য দিতে গিয়া বলেন আজও বাংলাদেশ পাকিস্তানি দালালরা দলবদ্ধ ভাবে না, থাকলেও ছড়িয়ে আছে বিভিন্ন এলাকায়। এবং বাংলাদেশে এই জঙ্গিবাদ জামাত বি এন পির মদদে আজ তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাহস পাই। তাদের খুঁজে বের করে ফাঁসির আদেশ দেওয়া হোক, না হলে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ আর চুপচাপ বসে থাকবে না, সন্ত্রাসী জঙ্গিবাদ জামাত এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠিন ভাবে আমরা দমন করতে পারি।

কিন্তু আমরা আইন কে শ্রদ্ধা করি তাই আইনের আওতায় নিয়ে এসে দুরত্ব গতিতে তাদের বিচার করতে হবে। বিক্ষোভ ও সমাবেশে যারা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ওচুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পদক, সাবেক জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আবায়হক জিপু চৌধুরী পৌর মেয়র, জেলা কৃষক লীগের সভাপতি মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাবুল হক কবির, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জানিফ, পৌর কৃষক লীগের আবায়হক রাকিবুল রহমান রাকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আবায়হক কমিটির সদস্য ও তরুণ প্রজন্মের নয়নের মণি মাফিজুর রহমান মাফি সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ কে মুক্ত করার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়া সেই নেতা যৌবন জীবন বেশির ভাগ কারাগারে থাকতে হয়। সেই নেতার জন্ম না হলে আজ বাংলার মানুষ তাদের মায়ের ভাষায় কথা বলতে পারতেন না, সেই নেতার ভাস্কর্য ভাঙ্গার সাহস পাই কিভাবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *